মেজর আফসার উদ্দিন আহমেদ ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘আফসার বাহিনী’ গঠন করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মেজর উদ্দিন আহমেদ ১৯২৩ সালের ২১ এপ্রিল ময়মনসিংহ জেলার ভালুকা থানার ধামশুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার নানার বাড়িতে বড় হন এবং ভালুকায় প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে দশম শ্রেণিতে অধ্যয়নকালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। কর্মজীবন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ বাহিনীর সদস্য হিসেবে বার্মা, সিঙ্গাপুর ও জাপানের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেন। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে ‘সুবেদার মেজর’ পদে নিযুক্ত হন। ১৯৪৮ সালে সামরিক জীবন থেকে অবসর গ্রহণ করে তিনি ভালুকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
আফসার উদ্দিন আহমেদ ভালুকা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি নিজস্ব উদ্যোগে ‘আফসার বাহিনী’ গঠন করেন, যা দক্ষিণ ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ফুলবাড়ীয়া, গফরগাঁও, টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল, সখিপুর এবং গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর এলাকায় সক্রিয় ছিল। স্বাধীনতার পর তিনি জাসদের রাজনীতিতে যুক্ত হন এবং ময়মনসিংহ জেলা জাসদের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং ভালুকা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মেজর আফসার উদ্দিন আহমেদের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তার পরিবারের সদস্যরাও যুদ্ধে অংশগ্রহণ করেন। তার ছেলে নাজিম উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে শহীদ হন।
দেশপ্রেমিক এই মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন আহমেদ ১৯৯৩ সালের ৬ সেপ্টেম্বর ৭১ বছর বয়সে ইন্তেকাল করেন। মেজর আফসার উদ্দিন আহমেদের বীরত্ব ও অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।