ভালুকা পৌরসভা

১. জেলাঃ ময়মনসিংহ, উপজেলাঃ ভালুকা।
২.সীমানাঃ উত্তরে ভরাডোবা ও মল্লিকবাড়ী ইউনিয়ন , পূর্বে ভরাডোবা ভালুকা ইউনিয়ন,দক্ষিণে ভালুকা ও মল্লিকবাড়ী ইউনিয়ন,এবং পশ্চিমে মল্লিকবাড়ী ইউনিয়ন।
৩. জেলা সদর হতে দূরত্বঃ ৪৮ কিঃমিঃ।
৪. আয়তনঃ১০.৪২ বর্গ কিলোমিটার।
৫. জনসংখ্যাঃ পাঁচ বৎসর পূর্বের তথ্য অনুযায়ী ৬৩,৭৭৩ জন। বর্তমান লোকসংখ্যা.প্রায়১,৬০,০০জন। পুরুষ- ৩২,৫২৫ জন। মহিলা : ৩১,২৪৮ জন।

.

১. শিক্ষা প্রতিষ্ঠান

ক) কিন্ডার গার্ডেন : ৩০টি।
খ) মোট প্রাথমি কবিদ্যালয় : ৬টি (সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪টি,বেঃকমিউঃপ্রাঃবিঃ-২টি)।
গ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ১টি।
ঘ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ২টি।
ঙ) মহাবিদ্যালয় : ১টি।
চ) কারিগরী মহাবিদ্যালয় : ১টি।
ছ) কামিল মাদ্রাসা : ১টি।
জ) দাখিল মাদ্রাসা : ২টি।
ঝ) কওমী মাদ্রাসা : ২টি।

২. ধর্মীয় প্রতিষ্ঠান

ক) মসজিদ : ৪১টি।
খ) মন্দির : ৪টি।
গ)গীর্জা : ১টি।
ঘ) ঈদগাহমাঠ : ৬টি।
ঙ)মাজার : ৪টি।
চ)তীর্থস্থান : ২টি।

৩. সামাজিক প্রতিষ্ঠানঃ

ক)সমবায় সমিতির সংখ্যা : ১০টি।
খ)এতিমখানা : ৩টি।
গ)কবরস্থান : ১টি।
ঘ)শ্মশান : ১টি।

.

১. স্বাস্থ্য কেন্দ্রঃ


ক)সরকারী হাসপাতাল : ১টি(শয্যা সংখ্যা-৫০টি)।
খ) বেসরকারী হাসপাতাল : ৩টি।
গ)কমিউনিটি ক্লিনিক : ১ টি।
ঘ)এনজিও কর্তৃক পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র : ১টি।
ঙ)ডায়াগোনোস্টিক সেন্টার : ৬টি।
২. সরকারী/অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানঃ
ক)ভূমিঅফিস : ১টি।
খ) ব্যাংক : ১০টি।
গ) ডাকবাংলো/ রেষ্টহাউজ : ২টি।
ঘ) ফায়ার সার্ভিস ষ্টেশন :১টি।
ঙ) খাদ্য গুদাম : ১টি(ধরনক্ষমতা ৫০০ মেট্রিকটন)।
চ) বিএডিসি উদ্যান উন্নয়ন কেন্দ্র : ১টি।
ছ) বিবাহ ও তালাক নিবন্ধন অফিস : ৩টি।
জ) হাট-বাজার : ১টি।
ঝ) পেট্রোল পাম্প : ১টি।
ঞ)সি.এন.জি. ষ্টেশন : ২টি।
ট)মোবাইল টাওয়ার : ১০টি।

৩. শিল্প/ ব্যবসা প্রতিষ্ঠান

শিল্প প্রতিষ্ঠান মোট ১৬টি, অটো রাইসমিল ৬টি, রাইসমিল ৬টি,‘স’ মিল ১৬টি।

৪.পেশাঃ

কৃষি ৫%,কৃষিশ্রমিক ৫%, দিনমজুর ৫%,ব্যবসা ৫০%, চাকুরী ৩০%, অন্যান্য ৫%।

৫. কৃষি

মোট কৃষিজমি-১৮০ একর,(এক ফসলী জমি ১৭০ একর),(দুই ফসলী জমি ১০ একর)।

৬. পশু সম্পদ

পশু হাসপাতাল ১টি, কৃত্রিম প্রজনন কেন্দ্র ও পয়েন্ট ১টি,পোল্ট্রি খামার ২টি, হ্যাচারী ২টি।

৭. পোষ্টাল সুবিধা

ডাকঘর ১টি(পোষ্টাল কোড-২২৪০)।

৮. সাংস্কৃতিক প্রতিষ্ঠান

পাবলিক হল ১টি, ক্রীড়া সংস্থা ১টি, পাঠাগার ১টি, খেলার মাঠ ৩টি, অফিসার্স ক্লাব ১টি,স্থানীয় ক্লাব২টি।

৯. এন,জি,ও কার্যক্রম

গ্রামীনব্যাংক, ব্রাক, আশা,বাসা, প্রশিকা, প্রতিশ্রম্নতি, ব্যুরো, ব্যুরোটাঙ্গাইল, ওয়ার্ল্ডভিশন, পদক্ষেপ, পরশমনি, পপিসহ-৫০টি।

১০. সরকারী সুবিধা/ সুবিধাভোগী

বিধবা ভাতাভোগী ১৮৯ জন, বয়স্ক ভাতাভোগী-২১৩, প্রতিবন্ধী ভাতাভোগী-১৬, মুক্তিযোক্তা ভাতাভোগী-৭জন।

.

১. পৌরসেবা

পৌরসভার দৈনিক পানির চাহিদা ২৫ গ্যালন,দৈনিক উৎপাদিত আবর্জনার পরিমান ০.৩মেঃটন, দৈনিক অপসারন ০.৩মেঃটন
২. পৌরসভার আওতাধীন ষ্টিট লাইটের সংখ্যা ৩৫০টি
৩. পৌরসভার নিজস্ব যানবাহন-৩টি, ভ্যান-০৮টি,গণশৌচাগার-২টি।

.



ভালুকা পৌরসভার ওয়ার্ড সমূহ

ওয়ার্ডের নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
১নং ভান্ডাব
২নং ভালুকা বাজার
৩নং চাপরবাড়ী
৪নং গফরগাঁও রোড
৫নং পূর্ব ভালুকা
৬নং মেজরভিটা
৭নং খারুয়ালী
৮নং কাঠালী বাঘড়া পাড়া
৯নং কাঠালী

Scroll to Top