১. জেলাঃ ময়মনসিংহ, উপজেলাঃ ভালুকা।
২.সীমানাঃ উত্তরে ভরাডোবা ও মল্লিকবাড়ী ইউনিয়ন , পূর্বে ভরাডোবা ভালুকা ইউনিয়ন,দক্ষিণে ভালুকা ও মল্লিকবাড়ী ইউনিয়ন,এবং পশ্চিমে মল্লিকবাড়ী ইউনিয়ন।
৩. জেলা সদর হতে দূরত্বঃ ৪৮ কিঃমিঃ।
৪. আয়তনঃ১০.৪২ বর্গ কিলোমিটার।
৫. জনসংখ্যাঃ পাঁচ বৎসর পূর্বের তথ্য অনুযায়ী ৬৩,৭৭৩ জন। বর্তমান লোকসংখ্যা.প্রায়১,৬০,০০জন। পুরুষ- ৩২,৫২৫ জন। মহিলা : ৩১,২৪৮ জন।
.
১. শিক্ষা প্রতিষ্ঠান
ক) কিন্ডার গার্ডেন : ৩০টি।খ) মোট প্রাথমি কবিদ্যালয় : ৬টি (সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪টি,বেঃকমিউঃপ্রাঃবিঃ-২টি)।
গ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ১টি।
ঘ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ২টি।
ঙ) মহাবিদ্যালয় : ১টি।
চ) কারিগরী মহাবিদ্যালয় : ১টি।
ছ) কামিল মাদ্রাসা : ১টি।
জ) দাখিল মাদ্রাসা : ২টি।
ঝ) কওমী মাদ্রাসা : ২টি।
২. ধর্মীয় প্রতিষ্ঠান
ক) মসজিদ : ৪১টি।খ) মন্দির : ৪টি।
গ)গীর্জা : ১টি।
ঘ) ঈদগাহমাঠ : ৬টি।
ঙ)মাজার : ৪টি।
চ)তীর্থস্থান : ২টি।
৩. সামাজিক প্রতিষ্ঠানঃ
ক)সমবায় সমিতির সংখ্যা : ১০টি।খ)এতিমখানা : ৩টি।
গ)কবরস্থান : ১টি।
ঘ)শ্মশান : ১টি।
.
১. স্বাস্থ্য কেন্দ্রঃ
ক)সরকারী হাসপাতাল : ১টি(শয্যা সংখ্যা-৫০টি)।
খ) বেসরকারী হাসপাতাল : ৩টি।
গ)কমিউনিটি ক্লিনিক : ১ টি।
ঘ)এনজিও কর্তৃক পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র : ১টি।
ঙ)ডায়াগোনোস্টিক সেন্টার : ৬টি।
২. সরকারী/অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানঃ
ক)ভূমিঅফিস : ১টি।
খ) ব্যাংক : ১০টি।
গ) ডাকবাংলো/ রেষ্টহাউজ : ২টি।
ঘ) ফায়ার সার্ভিস ষ্টেশন :১টি।
ঙ) খাদ্য গুদাম : ১টি(ধরনক্ষমতা ৫০০ মেট্রিকটন)।
চ) বিএডিসি উদ্যান উন্নয়ন কেন্দ্র : ১টি।
ছ) বিবাহ ও তালাক নিবন্ধন অফিস : ৩টি।
জ) হাট-বাজার : ১টি।
ঝ) পেট্রোল পাম্প : ১টি।
ঞ)সি.এন.জি. ষ্টেশন : ২টি।
ট)মোবাইল টাওয়ার : ১০টি।
৩. শিল্প/ ব্যবসা প্রতিষ্ঠান
শিল্প প্রতিষ্ঠান মোট ১৬টি, অটো রাইসমিল ৬টি, রাইসমিল ৬টি,‘স’ মিল ১৬টি।৪.পেশাঃ
কৃষি ৫%,কৃষিশ্রমিক ৫%, দিনমজুর ৫%,ব্যবসা ৫০%, চাকুরী ৩০%, অন্যান্য ৫%।৫. কৃষি
মোট কৃষিজমি-১৮০ একর,(এক ফসলী জমি ১৭০ একর),(দুই ফসলী জমি ১০ একর)।৬. পশু সম্পদ
পশু হাসপাতাল ১টি, কৃত্রিম প্রজনন কেন্দ্র ও পয়েন্ট ১টি,পোল্ট্রি খামার ২টি, হ্যাচারী ২টি।৭. পোষ্টাল সুবিধা
ডাকঘর ১টি(পোষ্টাল কোড-২২৪০)।৮. সাংস্কৃতিক প্রতিষ্ঠান
পাবলিক হল ১টি, ক্রীড়া সংস্থা ১টি, পাঠাগার ১টি, খেলার মাঠ ৩টি, অফিসার্স ক্লাব ১টি,স্থানীয় ক্লাব২টি।৯. এন,জি,ও কার্যক্রম
গ্রামীনব্যাংক, ব্রাক, আশা,বাসা, প্রশিকা, প্রতিশ্রম্নতি, ব্যুরো, ব্যুরোটাঙ্গাইল, ওয়ার্ল্ডভিশন, পদক্ষেপ, পরশমনি, পপিসহ-৫০টি।১০. সরকারী সুবিধা/ সুবিধাভোগী
বিধবা ভাতাভোগী ১৮৯ জন, বয়স্ক ভাতাভোগী-২১৩, প্রতিবন্ধী ভাতাভোগী-১৬, মুক্তিযোক্তা ভাতাভোগী-৭জন।.
১. পৌরসেবা
পৌরসভার দৈনিক পানির চাহিদা ২৫ গ্যালন,দৈনিক উৎপাদিত আবর্জনার পরিমান ০.৩মেঃটন, দৈনিক অপসারন ০.৩মেঃটন২. পৌরসভার আওতাধীন ষ্টিট লাইটের সংখ্যা ৩৫০টি
৩. পৌরসভার নিজস্ব যানবাহন-৩টি, ভ্যান-০৮টি,গণশৌচাগার-২টি।
.
ভালুকা পৌরসভার ওয়ার্ড সমূহ
ওয়ার্ডের নং | ওয়ার্ডে অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
---|---|
১নং | ভান্ডাব |
২নং | ভালুকা বাজার |
৩নং | চাপরবাড়ী |
৪নং | গফরগাঁও রোড |
৫নং | পূর্ব ভালুকা |
৬নং | মেজরভিটা |
৭নং | খারুয়ালী |
৮নং | কাঠালী বাঘড়া পাড়া |
৯নং | কাঠালী |