ময়মনসিংহ ভালুকা উপজেলা ১নং উথুরা ইউনিয়ন। এই ইউনিয়নে প্রায় ২৯ হাজার জনগণ বসবাস করছে।
ক) নাম –১নং উথুরা।
খ) আয়তন – ৪৩.৩১ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৯২৭৭ জন (প্রায়) (২০১১ আদম শুমারি অনুযায়ী)
ঘ) সংখ্যা সংখ্যা – ১২টি।
ঙ) মৌজার সংখ্যা – ৯টি।
চ) হাট/বাজার সংখ্যা -৬ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষা হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকার প্রাথমিক- ১৬টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-১টি, উচ্চ বিদ্যালয়- ০৩, কলেজ/উচ্চ শিক্ষাঃ ২টি, মাদ্রাসা- ২টি।
ক্রমিক | নাম | পদবি | মোবাইল |
---|---|---|---|
১ | মো: নুরুল ইসলাম | ইউপি চেয়ারম্যান | ০১৭১৫৭০৩৯৮২ |
২ | রুবেল মন্ডল | প্রশাসক | ০১৭০৮৪১৫০০০ |
৩ | মোছা: ফাতেমা চৌধুরী | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭৫২-২৮৩০৩৭ |
৪ | মোছা: মিনানা খাতুন | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭৬৩-৩৭৪৮৭৮ |
৫ | মোছা: নাজমা খাতুন | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭৪৯-১১৮৪৯২ |
৬ | মোঃ খলিলুর রহমান | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৯১৭-৯১৯৪৯৩ |
৭ | মো: আবুল মনসুর | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭০৮৪৪৬৬২৫ |
৮ | রতন মিয়া | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭৩৩-১৬৯২৪৮ |
৯ | মো: শহিদুল্লাহ মনসুর | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭০৮৪৪৬৬২৭ |
১০ | মোঃ স্বপন মিয়া | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭৬০-১৭৭৩১৯ |
১১ | আব্দুল বাছেদ | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭১৮-১৬৬৫০১ |
১২ | মোঃ আসাদুজ্জামান | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭১৮-৫৮২০৯২ |
১১ | মোঃ আব্দুর রাজ্জাক | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭৫২-৫৭৯০৮১ |
১১ | গোলাম মুহাম্মদ কিবরিয়া | ইউনিয়ন পরিষদের মেম্বার | ০১৭১২-৪৬৫৯৯৫ |
.
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা টূ ঘাটাইল পাঁকা রাস্তার পাশে মনোরম পরিবেশে কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ভালুকা উপজেলার মধ্যে ১১টি গ্রামের সমন্বয়ে মেদুয়ারী ইউনিয়ন পরিষদ। সবেক চেয়ারম্যান জনাব, মোঃ আব্দুস ছোবান মোল্লাহ এক একর জমি সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয় বরাবরে সর্ত্যাপন দলিল মূলে দান করে বান্দিয়া গ্রাম হইতে নিঝুরী গ্রামে ইউপি কার্যালয়টি স্থানান্তর করেন। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধূলা নিয়ে তার আপন গতিতে চলমান।
ক) নাম- ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদ
খ) আয়তন- ৩৪.০৪ বর্গ কি:মি:
গ) লোকসংখ্যাঃ ৩০১৭০ জন
ঘ) গ্রামের সংখ্যাঃ ১১ টি
ঙ) মৌজার সংখ্যাঃ ৪টি
চ) হাট/বাজারের সংখ্যাঃ ৩টি (সরকারী)
ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থাঃ সিএনজি, বাস, রিক্সা, ইজি বাইকের মাধ্যমে
জ) শিক্ষার হার : ৩৯.০৩% (২০০১সালের আদম শুমারী অনুসারে)
ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১৩ টি
ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৩টি
ট) উচ্চ বিদ্যালয় : ৪টি
ঠ) মাদ্রাসা : ৩টি
ড) গ্রাম সমুহের নাম:
১। মেদুয়ারী, ২। বান্দিয়া,৩। ছোটলোহাবই, ৪। বরাইদ, ৫। রামপুর, ৬। বনকূয়া,
৭। বগাজান, ৮। জগৎবের, ৯। সোয়াইল, ১০। পানিভান্ডা, ১১। নিঝুরী
ণ) ইউনিয়ন পরিষদের জনবল
নিবার্চিত পরিষদ সদস্য : ১৩ জন
ত) ইউনিয়ন পরিষদ সচিব : ১জন
থ) ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক : ২টি
দ) ইউনিয়ন দফাদার : ১জন
ধ) গ্রাম পুলিশ : ০৭ জন(কর্মরত)
সাবেক চেয়ারম্যানগনের তালিকা
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | জনাব মোঃ আঃ আজিজ মিয়া | ১৯৭৩-১৯৭৮ |
০২ | জনাব মোঃ আমির উদ্দিন মাস্টার | ১৯৭৮-১৯৮৩ |
০৩ | জনাব মোঃ আব্দুস ছোবান মোল্লা | ১৯৮৩-১৯৮৮ |
০৪ | জনাব মোঃ আব্দুস ছোবান মোল্লা | ১৯৮৮-১৯৯২ |
০৫ | জনাব মোঃ আঃ আজিজ মিয়া | ১৯৯২-১৯৯৭ |
* | জনাব মোঃ রোস্তম আলী (ভারপ্রাপ্ত) | ১৯৯৭-১৯৯৮ |
০৬ | জনাব এ.কে.এম সহিদুজ্জামান তালুকদার | ১৯৯৮-২০০৩ |
০৭ | জনাব মোঃ লোকমান হেকিম সরকার | ২০০৩-২০১১ |
০৮ | জনাব আ.ন.ম. নূরুল মাউফ খান মোমেন | ২০১১-২০১৬ |
* | জনাব মোঃ মিয়াজ উদ্দিন (প্যানেল চেয়ারন্যান-১) | ২০১৬-২০১৬ |
০৯ | জনাবা মোছাঃ জেসমিন নাহার রানী | ২০১৬-২০২৪ |
.
হাট-বাজার তালিকা
মোট ৪টি হাট রয়েছে যথা:-
(১)ভরাডোবা বাসস্ট্যান্ড হাট
(২)ভরাডোবা উচ্চবিদ্যালয় হাট
(৩)পুরুড়া হাট
(৪)পুরুড়া আফাজউদ্দিনের হাট।
বাজার সমূহ:-
(১)নিশিন্দা বাজার
(২)পুরুড়া বাজার
(৩)রাংচাপড়া বাজার।
.
কালের স্বাক্ষীবহনকারী সূতিয়া সদীর তীরে গড়ে উঠা ত্রিশাল ও গফরগাও উপজেলার শেষ সমানায় ভালুকা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ধীতপুর ইউনিয়ন। কালপরিক্রমায় আজ ধীতপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদ।।
খ) ধীতপুর ইউনিয়নের গ্রামসমূহঃ বাদে পুরম্নড়া, বহুলি, ধীতপুর, পাঁচগাতিয়া, নয়া বিটা, রান্দিয়া, ধলিয়া, পানিহাদী।
গ) শিক্ষাঃ
শিক্ষার হার : ৮৫%শিক্ষা প্রতিষ্ঠানঃ ১. ধলিয়া বহুলী হাইস্কুল ও কলেজ
২. আজিমুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়
৩. ২৭ নং ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. ধলিয়া গুলেনুর দাখিল মাদ্রাসা
৫. দীপ্তি একাডেমি,ধীতপুর।
৬. রান্দিয়া উচ্চ বিদ্যালয়
৭. টুংরাপাড়া কে জে এম উচ্চ বিদ্যালয
ঘ) ইউনিয়ন পরিষদ জনবলঃ
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।।২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
ঙ) উল্লেখযোগ্য ব্যক্তিঃ
মোস্তাফিজুর রহমান খান – স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ.
বিরুনিয়া ভালুকা উপজেলার অর্ন্তগত একটি ইউনিয়ন। এর উত্তরে ধীতপুর ইউনিয়ন পূর্বে গফরগাও উপজেলা, দক্ষিনে রাজৈ ইউনিয়ন ও পশ্চিমে ভালুকা ইউনিয়ন।
উক্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি ভালুকা টু গফরগাও পাকা রাস্তার পার্শ্বে একটি মনোরম পরিবেশে অবস্থিত। এর সামনে বিশাল মাঠ, সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ, মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন স্বাষ্হ্য কেন্দ্র অবস্হিত।
ক.ইউনিয়নের আয়তন: ২৭.২৬ কি: মি:
খ. লোকসংখ্যা : ২১৮৯৩
গ. গ্রামের সংখ্যা: ৯
ঘ. মোজার সংখ্যা: ৯ টি
ঙ. শিক্ষার হার: ৩৭.৭৪%
চ. শিক্ষা প্রতিষ্ঠান:
১.স্কুল এন্ড কলেজ ১ টি
২. মহিলা কলেজ ১ টি
৩. মাধ্যমিক বিদ্যলিয় ৫ টি
৪. প্রাথমিক বিদ্যালয়:
সরকারী: ১২ টি, এফতেদিয়া ২ টি
ছ. গ্রাম সমুহের নাম:
১। গোয়ারী
২। ভাওয়ালিয়া বাজু
৩। বাওয়া
৪। চান্দরাটি
৫। মাহমুদপুর
৬। কংশেরকুল
৭। বিরুনীয়া
৮। বাকসী বাড়ী
৯। কাইচান
.
কালের স্বাক্ষীবহনকারী খিরু নদীর তীরে গড়ে উঠা ভালুকা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ভালুকা ইউনিয়ন। কালপরিক্রমায় আজ ভালুকা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলা ধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদটি ঢাকা ময়মনসিংহ মহাসরকের নিকট হইতে ভালুকা পনাশাইল রোডের ২নং ওয়ার্ডের খারুয়ালী গ্রামে অবস্থিত।
ক) নাম: ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদ
খ) মোট লোক সংখ্যাঃ ২১২২৩
গ) গ্রামের সংখ্যা -৯টি
ঘ) মৌজা -৯টি
ঙ) হাট/বাজার সংখ্যা -৩টি
১। মেদিলা বাজার
২। আশকা বাজার
৩। বাশিল বাজার
চ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম – টেম্পু,সি.এন.জি,বাস
ছ) শিক্ষার হার ৪০.৮২ (২০০১এর শিক্ষার জরীপ অনুযায়ী)
জ) গ্রামের নাম
০১. ভালুকা
০২. খারুয়ালী
০৩. মিরকা
০৪. নিশাইঞ্জ
০৫. মেদিলা
০৬. আশকা
০৭. কাঠালী
০৮. মেহেরাবাড়ী
০৯. বাশিল
ঝ) শিক্ষা তথ্য
১. হাই স্কুল ৩টি
২. প্রাইমারি স্কুল ৮টি
৩. মাদ্রাসা
৪টি
৪. মন্দির ১টি
৫. মসজিদ ৪০টি
.
মল্লিকবাড়ী ইউনিয়ন ৯টি গ্রাম নিয়ে গঠিত। মল্লিবাড়ী ইউনিয়নের গ্রাম সমূহ
১। মল্লিকবাড়ী, ভায়াবহ, বর্তা, নয়নপুর, ধামশুর, ভান্ডাব, সাতেঙ্গা, মামারিশপুর, গোবুদিয়া।
জনসংখ্যা ২১ হাজার।
.
ভালুকা টু সখিপুর পাঁকা রাস্তার পাশে মনোরম পরিবেশে ১৩কিমি পশ্চিমে কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ভালুকা উপজেলার মধ্যে ১২টি গ্রামের সমন্বয়ে ডাকাতিয়া ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধূলা নিয়ে তার আপন গতিতে চলমান।
১। নাম- ৮নং ডাকাতিয়া ইউনিয়ন পরিষদ।
২। আয়তন- ৬২.০৪ বর্গ কি:মি:।
৩। লোকসংখ্যাঃ ৭৫৬৫০ জন।
৪। গ্রামের সংখ্যাঃ ১২ টি।
৫। মৌজার সংখ্যাঃ ৭টি।
৬। হাট/বাজারের সংখ্যাঃ ৫টি (সরকারী)।
৭। উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থাঃ সিএনজি, বাস, রিক্সা, ইজি বাইকের মাধ্যমে।
৮। শিক্ষার হার : ৪৯.০৩% (২০০১সালের আদম শুমারী অনুসারে)।
৯। সরকারী প্রাথমিক বিদ্যালয় : ২১ টি।
১০। বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৩টি।
১১। উচ্চ বিদ্যালয় : ৩টি।
১২। মাদ্রাসা : ৩টি।
১৩। ইউনিয়ন পরিষদের জনবল – নিবার্চিত পরিষদ সদস্য : ১৩ জন।
১৪। ইউনিয়ন পরিষদ সচিব : ১জন।
১৫। ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা : ২জন। ।
১৬। উপ-স্বাস্থ্য কেন্দ্র -১টি।
১৭। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক : ৫টি।
১৮। ইউনিয়ন দফাদার : ১জন।
১৯। গ্রাম পুলিশ : ০৭ জন(কর্মরত)
.
কালের সাক্ষ্য বহনকারী ভালুকা উপজেলার একটি ঐতিহ্যবাহী এলাকা হল পূর্বে কাচিনা ইউনিয়ন। এ ইউনিয়নের বেশির ভাগ এলাকা সমতল। কালের পরিক্রমায় এখনো শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে কাচিনা ইউনিয়নের নিজস্ব স্বকীয়তা রয়েছে।
ক) নাম- নবম কাচিনা ইউনিয়ন পরিষদ।
খ) এলাকা – 584 (একর)
গ) জনসংখ্যা – 25612 জন (প্রায়) (2011 সালের আদমশুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – 6 টি
ঙ) মৌজার সংখ্যা- 5টি
চ) হাট/বাজার সংখ্যা-6।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম- সিএনজি/রিকশা।
.
হবিরবাড়ী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। যা বর্তমানে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এবং দেশের অন্যতম অর্থনৈতিক এলাকা হিসেবে বিবেচিত।
১. অবস্থান ও সীমানাঃ
হবিরবাড়ি ময়মনসিংহ জেলার সর্বশেষ দক্ষিণের ইউনিয়ন। এর পূর্বদিকে রাজৈ ইউনিয়ন, উত্তরে মল্লিকবাড়ি ইউনিয়ন, পশ্চিমে কাচিনা ইউনিয়ন এবং এর দক্ষিণ অংশ থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সীমানা শুরু। এই ইউনিয়নের সীমানা থেকেই ময়মনসিংহ জেলা ও বিভাগের সীমানা শুরু। ইউনিয়নের প্রধান দুইটি বাজার ‘সিডস্টোর বাজার ও মাস্টারবাড়ী বাজার’ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থিত।২. ইতিহাসঃ
== প্রশাসনিক এলাকা ==মাস্টার বাড়ি ও ভালুকা== আয়তন ও জনসংখ্যা == ২৩ হাজার (প্রায়)
৩. গ্রাম ও মৌজাঃ
পাড়াগাঁও, হবিরবাড়ী, পাখিরচালা, বড়চালা, লবনকোঠা, কাশর, মাস্টারবাড়ী, শিরিরচালা, ঝালপাজা, আমতলী, এতিমখানা।৪. শিক্ষাঃ
শিক্ষার হার :৮৩ ভাগশিক্ষা প্রতিষ্ঠানঃ
ক। হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজ
খ। হবিরবাড়ী বাহারুল উলুম আলিম মাদরাসা
গ। সমলা তাহের আদর্শ উচ্চ বিদ্যালয়
ঘ। জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজ
ঙ। বড়চালা হোসাইনিয়া দাখিল মাদরাসা
চ। পাড়াগাঁও উচ্চ বিদ্যালয়
ছ। পাড়াগাঁও নব-দিগন্ত হাই স্কুল
জ। ঝালপাজা উচ্চ বিদ্যালয়
ঝ। শিরির চালা দাখিল মাদরাসা
৫. দর্শনীয় স্থানঃ
ক। হবিরবাড়ী বনখ। হযরত গফুর মৌলভী (রঃ) দরগাহ
গ। গ্ৰীন অরন্য পার্ক এন্ড রিসোর্ট
ঘ। লাউতির খাল ব্রিজ
ঙ। হোটেল তেপান্তর প্রিন্সেস
চ। এনটিভি (রিসোর্ট)
ছ। পাখির চালা জঙ্গল
৬. উল্লেখযোগ্য ব্যক্তিত্বঃ
ক। মরহুম তাহের আলী সরকার (সাবেক ইউপি চেয়ারম্যান)খ। আলহাজ্ব আবুবকর সিদ্দিক বি.এ (বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান)
গ। বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ নিজাম উদ্দিন বি.এ (সাবেক ইউপি চেয়ারম্যান)
ঘ। বীর মুক্তিযোদ্ধা এম.এ কাশেম
ঙ। মরহুম আব্দুল গণি মাস্টার (জামিরদিয়া)
চ। মরহুম সুবেদ আলী মন্ডল
ছ। শামসুদ্দিন আহমেদ ( গরীবুল্লাহ ডাক্তার) –জামিরদিয়া
জ। মরহুম হযরত মাওলানা মিজানুর রহমান (মিজান হুজুর)
ঝ। মরহুম হাজী হুসেন আলি মোল্লাহ (পাড়াগাঁও)
ঞ। হাজী আবুল কাশেম মুন্সি (পাড়াগাঁও)
ট। মরহুম নান্নু চেয়ারম্যান (সাবেক ইউপি চেয়ারম্যান)
সাবেক চেয়ারম্যানগনের তালিকা
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
১ | হাজী নিজাম উদ্দিন | ২০০১-২০০৬ |
২ | হাজী নিজাম উদ্দিন | ২০০৬-২০১১ |
৩ | মুহাম্মদ মোরশেদ আলম | ২০১১-২০১৬ |
৪ | মোঃ তোফায়েল আহমেদ | ২০১৬-২০২১ |
৫ | মোঃ তোফায়েল আহমেদ | ২০২২-২০২৪ |
.
রাজৈ ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। এটি ভালুকা উপজেলার খিরু নদীর তীরে অবস্থিত এই ইউনিয়ন।
অবস্থান ও সীমানাঃ
১১ নং রাজৈ ইউনিয়ন। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা একটি ইউনিয়ন। ভালুকা উপজেলার খিরু নদীর তীরে অবস্থান। সর্ব প্রথম ইউনিয়ন পরিষদ ছিল রাজৈ বাজারে তার পর ২০১৬ সালে বোর্ড বাজারে ইউনিয়ন পরিষদ নিয়ে আসা হয়েছে।
১১ নং রাজৈ ইউনিয়ন ৯ টি ওর্য়াড নিয়ে ঘটিত। এর উওরে ও পূবে ৫নং বিরুনীয়া ইউনিয়ন ও পশ্চিমে ৬ নং ভালুকা ইউনিয়ন। দক্ষিনে অবস্থিত, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার, ৫নং কাওরাইদ ইউনিয়ন। ও পশ্চিম ও দক্ষিণ দিকে ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন।
১১ নং রাজৈ ইউনিয়নে ৩ টি নদী ও অনেক গুলো বিল রয়েছে। রাজৈ ইউনিয়নে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়।
এই ইউনিয়নে অনেক গুলো প্রাচীন বিদ্যালয় রয়েছে। বিদ্যালায় গুলো হলোঃ ৮৩নং কুল্লাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও জামিরাপাড়া এসএম উচ্চ বিদ্যালয় ও রাজৈ উচ্চ বিদ্যালয় ও শহিদ সরণি উচ্চ বিদ্যালয় ও পনাশাইল উচ্চ বিদ্যালয় ও পাইলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চান্দাব নাথপাড়া প্রাথমিক বিদ্যালয় ও খূর্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চান্দাব দাখিল মাদ্রাসা ও অন্যান বিদ্যালয়। ১১ নং রাজৈ ইউনিয়ন খেলাধুলার জন্য অন্যতম।