তেপান্তর রিসোর্ট

তেপান্তর রিসোর্ট জামিরদিয়া মাষ্টার বাড়ি,ভালুকা, ময়মনসিংহ

ঢাকা থেকে ময়মনসিংহ শহরে আসতে আগে পড়বে ভালুকা। আর ময়মনসিংহের ভালুকাতেই গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম তেপান্তর রিসোর্টটি। সুন্দর পরিবেশ আর সহজতরো যোগাযোগ ব্যবস্থার জন্য রিসোর্টটি অল্পদিনেই মানুষের কাছে পরিচিতি লাভ করেছে।

এই রিসোর্টি তাদের সকল উপদান গুলির ব্যবস্থাপনা সুনিপুন দক্ষতায় তৈরি করেছে। রিসোর্টটির ভেতরে কৃওিম স্থাপনা গুলি চোখে পড়ার মতো। তাছাড়া রিসোর্টের ভেতর ভ্রমনবারীদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। রিসোর্টিতে দৃষ্টিনন্দন একটি সুইমিংপুল রয়েছে। তাছাড়া পার্টি জোন, বারবিকিউ পার্টি প্লট, মিউজিক জোন সহো বিভিন্ন ইনডোর গেমস খেলার ব্যবস্থা আছে রিসোর্টিতে। দর্শনার্থীদের প্রয়োজনের কথা মাথায় রেখে আঙ্গিনা রিসোর্টির ভেতরে মিটিং, প্রশিক্ষণ কিংবা বৈঠক জন্য রয়েছে আলাদা স্থান।

তাছাড়া রিসোর্টির নিজস্ব ক্যটারিং ব্যবস্থা থাকায় এখানে খাবার নিয়েও দুশ্চিন্তা করতে হয় নাহ। বাচ্চাদের জন্যও রয়েছে তাদের উপযোগী বিনোদন ব্যবস্থা। তাদের মধ্যে আছে বড়ো খেলার মাঠ, কিড জোন সহো আরো অনেক কিছু।রিসোর্ট নির্বাচনে সময় রিসোর্টটের নিরাপতা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে নেয়া উচিত। তেপান্তর রিসোর্ট এর নিরাপতা ব্যবস্থা অনেক উন্নতও মানের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *